In a tragic incident in Palakkad dist, a pregnant elephant has lost its life. Many of you have reached out to us. We want to assure you that your concerns will not go in vain. Justice will prevail.
— Pinarayi Vijayan

প্রকৃতির সাথে বিরূপ ব্যবহারের ফল মানুষ ভোগ করছে। আম্ফান-পঙ্গপালের আক্রমণ তার উপর নিসর্গ। সবাই ভীত সন্ত্রস্ত। তারই মধ্যে মর্মান্তিক ঘটনা সবার সামনে ।

কেরলের Silent valley national park এর একটি ১৫ বছরের অন্তঃসত্ত্বা হাতি Malappuram এর একটি গ্রামের কাছে চলে আসে খাবারের সন্ধানে। সেখানে বারুদ ভরা আনারস  খেয়ে নেয়। খাওয়া মাত্রই বাজি গুলো তার মুখে ফেটে যায়। রক্তাক্ত হয়ে ওঠে সারা মুখ।

হাতিটি ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল। হাতিটির মধ্যে একটা 6th সেন্স কাজ করেছিল। সে জানতো তার মৃত্যু আসন্ন। শুঁড় সহ গোটা শরীর রক্তময়, যন্ত্রণায় জ্বলছিল সারা দেহ। এই অবস্থায় সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর মাঝে জলের মধ্যে যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকা-মাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়।

নিজের সন্তানের কথা ভেবে সেই রক্তাক্ত শরীর নিয়েই ছুটে বেড়ায় সারা গ্রাম একটু খাবারের খোঁজে। শেষ অবধি সে খাবার পায়নি আঘাত ও করেনি কোনো গ্রামবাসী কে, ভাঙেনি কোনো ঘর। সোজা চলে এসে মাঝ নদীতে চুপচাপ দাঁড়িয়ে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বহু চেষ্টাতেও তাকে সরানো যায়নি সেখান থেকে। আর শেষ অবধি সে ওই মাঝ নদীতেই প্রাণ ত্যাগ করে। 

এই ঘটনায় পুরো দেশ স্তম্ভিত। কারা রাখল আনারসের ভেতরে বারুদ?  কোনো বিচার বা শাস্তি কি এই অমানবিক ঘটনার মূল্য চোকাতে পারবে?

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অবশ্য গতকাল এক ট্যুইট বার্তায় আশ্বস্ত করে জানিয়েছেন- "পালাক্কাড জেলায় হাতি মৃত্যুর ঘটনা খুব দুঃখজনক। অনেকেই এই বিষয়ে কথা বলেছেন। আমরা তাদের নিশ্চিত করে জানাচ্ছি আপনাদের কষ্ট বিফলে যাবে না- অবশ্যই এর বিচার হবে।"