একবার যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন তাঁদের তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় জন্য আবার করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম এমনটাই জানালেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলারিয়া।
করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ টাস্কফোর্সের সদস্য গুলারিয়া বলেছেন, একবার করোনা সেরে উঠলে ফের তাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই বললেই চলে, কারণ ততদিনে আপনার রক্তে বিশেষ কিছু অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। ফলে ফের সংক্রমণ হওয়ার আশঙ্কা কম। এমনকী যদি একবার সেরে ওঠার পর আপনি করোনা আক্রান্তদের সংস্পর্শেও আসেন, তাহলেও আপনার খুব বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা কম।
তবে গুলারিয়া জানিয়েছেন, একবার করোনা থেকে সেরে ওঠার পর সেই রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কতদিন থাকছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে এটা একটা নিরাপত্তা ঠিকই।
এইমস ডিরেক্টর জানাচ্ছেন, ৭০-৮০ শতাংশ করোনা আক্রান্ত মোটামুটি ৮-১০টি শহরে সীমিত, যেগুলি করোনা হটস্পট। ফলে বাকি দেশে গোষ্ঠী সংক্রমণ ঘটার কোনও লক্ষণ নেই। এই শহরগুলিতে কিছুটা গোষ্ঠী সংক্রমণ ঘটেছে ঠিকই কারণ দিল্লি, মুম্বইয়ের মত শহরে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। পুনের মত কিছু শহরে সংক্রমিতের সংখ্যা কমছে, তা আশার কথা। কিন্তু দিল্লি, মুম্বইয়ে আক্রান্ত বাড়ছে, গোটা বিশ্বেই ঘটছে এমনটা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊