উত্তরের গুণী সুজন গোকুল সরকার 
শুভাশিস দাশ


প্রত্যেক মানুষের ভিতরই কিছু না কিছু গুন থাকে । তবে যে গুনীই থাকুক না কেন তাকে লালন করে মানুষ উঁচুতে উঠে যায় । 

আজকে যিনি আমাদের গুনী সুজনের কলমে তাঁর নাম গোকুল সরকার । যাঁর নিষ্ঠা এবং পরিশ্রমের ফসল হিসেবে অনেকদিন ধরে প্রান্তিক এই শহর থেকে প্রকাশ পেয়ে আসছে একটি নিপাট সাহিত্য পত্রিকা ' অঙ্গীকার ' । জোড়াই টু কলকাতা কে লেখেন নি এতে ? শুধু তাই নয় লিখেছেন ওপার বাংলার লেখক রাও ।
সম্পাদক হিসেবেই নয় তিনি একজন সংস্কৃতির অতন্দ্র প্রহরী । বয়েজ রিক্রিয়েশন ক্লাবের একজন দক্ষ সম্পাদকও । 

এই প্রত্যন্ত গ্রামীণ জনপদে যাঁর প্রচেষ্টায় হয়ে আসছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন । বেসরকারি ভাবে মোটা আর্থিক মূল্যের , হিতেন নাগ স্মৃতি সাহিত্য ' পুরস্কার দিয়ে থাকে এই ক্লাব যাঁর মূলে রয়েছেন সাহিত্য প্রেমী গোকুল সরকার । 

ঝড় জল উপেক্ষা করে নিরন্তর দিনহাটা তথা উত্তরের সাহিত্য সংস্কৃতির অঙ্গন কে আলোকিত করার যে প্রয়াস তা প্রশংসার দাবী রাখে ।
তিনি আরো বহুদিন আমাদের উজ্জীবিত করুক তাঁর সংস্কৃতির আলোকবর্তিকায় ।