• বাতিল কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
  • বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নং: 378-EH/1U-37/2020) জারি করে রাজ্য সরকার স্বীকৃত সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের জানানো হয়েছে। 
  • জানানো হয়েছে কীভাবে দেওয়া হবে নম্বর 



করোনা আবহে গতকালই উচ্চমাধমিকের বকেয়া পরীক্ষাগুলি বাতিল বলে ঘোষণা করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ ফের বাতিল করা হলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গুলি। পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববিদ্যালয় শাখার উচ্চতর শিক্ষা বিভাগের তরফে শনিবার এক বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি নং: 378-EH/1U-37/2020) জারি করে রাজ্য সরকার স্বীকৃত সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের এবিষয়ে অবগত করা হয়।



প্রসঙ্গত, বর্তমান কোভিড-১৯ প্যানডেমিকের মাঝে পরীক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে গত ১৩ জুন, ২০২০ রাজ্যসরকার স্বীকৃত সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রারদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি মিটিং হয়েছিলো যা থেকে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে:
  • সাধারণ গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফাইনাল সেমিস্টার / শেষ বর্ষের শিক্ষার্থীদের মোট নম্বরের ৮০% নম্বর বিবেচনা করা হবে বিগত সেমিস্টারের / বছরের সর্বোচ্চ নম্বরটিকে এবং বাকি ২০% নম্বর নেওয়া হবে বর্তমান সেমিস্টার / বর্ষের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর ওপর। চূড়ান্ত বর্ষের / সেমিস্টারের ফলাফল সম্ভবত আগামী ৩১ জুলাই, ২০২০ এর মধ্যে প্রকাশিত হবে। 
                                                                               
  • ইঞ্জিনিয়ারিং, আইন, ম্যানেজমেন্ট বা শিক্ষক-শিক্ষণ প্রশিক্ষণ সহ অন্যান্য পেশাদারী কোর্সের ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সমতা বজায় রেখে মোট নম্বরের ৮০% ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট থেকে এবং ২০% বিভিন্ন অ্যাসাইনমেন্ট থেকে নিয়ে চূড়ান্ত মূল্যায়ন বা গ্রেড প্রদান করবে।
  • যদি কোনো শিক্ষার্থী উপরোক্ত মূল্যায়ন ব্যবস্থায় সম্মতি না হয়ে পরীক্ষায় বসতে চায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে তার/তাদের জন্য স্পেশাল পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে এবং এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরটিকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। 
  •  অন্তর্বর্তী সেমিস্টার / বর্ষের ক্ষেত্রে সমস্ত শিক্ষার্থীকে পরবর্তী সেমিস্টার / বর্ষে উন্নীত করে দেওয়া হবে। 
  •  বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রাজ্য সরকার কর্তৃক পরবর্তী শিক্ষা বর্ষের ঘোষণা করা হবে যা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। 
  •  ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যে অংশটুকু লকডাউনের জন্য প্রভাবিত হয়েছে সেখানে সমস্ত শিক্ষার্থীদেরই উপস্থিতি ফাকা দেওয়া হবে। 

  •  অনলাইনের মাধমে নেওয়া অ্যাসাইনমেন্ট এর জন্য কোনোরকম ফি বৃদ্ধি বা অতিরিক্ত ফি নেওয়া হবে না। 
  •  IGNOU সহ দেশের অন্যান্য মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির পদ্ধতি অনুসরণ করে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়কেও উপযুক্ত ব্যবস্থা নিয়ে সরকারকে অতিশীঘ্র জানাতে হবে। 
  • শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ বা পরীক্ষা বাতিল সংক্রান্ত কোনো অভিযোগের সমাধানের জন্য প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।