দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ। এখনও আবিষ্কার হয়নি প্রতিষেধক। রাজ্যের একাধিক জায়গায় কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবিলায় সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সংক্রমণে লাগাম টানতে সচেতনতামূলক প্রচারও চালাচ্ছে রাজ্য। তবুও সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। তাই লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল মমতা সরকার। মূলত কনটেনমেন্ট জোনে এই লকডাউন জারি থাকবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতাও থাকবে বলে জানা গেছে।
আজ বিকেলে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই লক ডাউন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৩১ জুলাই অবধি রাজ্যে বাড়ল লকডাউন। কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে পুরো জুলাই মাসে থাকবে লকডাউন। নবান্নে সর্বদল বৈঠকের পরই ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এদিন ছিল সর্বদলীয় বৈঠক।
মুখ্যমন্ত্রী জানান, সর্বদলীয় বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা করেছি। সরকারের সিদ্ধান্ত হলেও আমি প্রতিটি দলের সঙ্গে আলোচনা করেছি। করোনা যেহেতু সারা দেশে বাড়ছে, তাই কিছু ছাড় দিয়ে ৩১ জুলাই অবধি লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊