Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বর্নিভর গোষ্ঠীর তরফে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা শিবির



SER-10,ময়নাগুড়ি, ২৪ জুন: 

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের স্বর্নিভর গোষ্ঠীর তরফে গত মঙ্গলবার বড়োবাড়ির সংলগ্ন বড়োপেটের বাড়ি এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা শিবির করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন, স্বর্নিভর গোষ্ঠীর ব্লক লেভেল ট্রেনার পম্পা রায়, সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের স্বর্নিভর গোষ্ঠীর নেত্রী যুথিকা রায়,মেরিনা বেগম,কবিতা রায় এবং কনিকা ডাকুয়া।

স্বর্নিভর গোষ্ঠীর ব্লক লেভেল ট্রেনার পম্পা রায় বলেন, রাজ‍্য সরকারের নির্দেশে বিভিন্ন জায়গায় স্বর্নিভর গোষ্ঠীর তরফে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা শিবির করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন,গতকাল সামাজিক দুরত্ব বজায় রেখে সচেতনতা শিবিরে অংশগ্রহণকারীদের মাস্ক, স‍্যানিটাইজার, সাবান সহ শুকনো খাবার দেওয়া হয়। এছাড়াও নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরে বাইরে বেরোনো সহ সকল সদস্যকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code