প্রচারের আলোয় না এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো একদল যুবক


২৭ জুন, দিনহাটা : 

অসহায় দুঃস্হ কিছু মানুষের পাশে দাঁড়ালো এক দল যুবক। কোভিড -১৯ পরিস্থিতিতে দুর্দিনে অসহায় মানুষের সাহায্যে অনুষ্ঠিত হল এক সহায়তা শিবির। আজ এই শিবির অনুষ্ঠিত হয় সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ি অঞ্চলের ইন্দ্রনারায়ন গ্রামের কালাবাড়ী বটতলাতে। বেলা ১১ টায় শুরু হয় এই শিবির। প্রায় শতাধিক দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন হ্যাল্পিং হ্যান্ড নামক সমাজসেবী ( বেসরকারি) সংস্থার সদস্যরা। 

উক্ত সংস্থার সদস্যরা সকলেই ছাত্র বলে জানা গেছে। নিজেদের উদ্যোগে নিজেরাই চাঁদা দিয়ে এবং কিছু সহৃদয়বান ব্যক্তির আর্থিক সহায়তায় চাল, ডাল, তেল, সাবান, মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন। তাদের এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানান। বিভিন্ন গ্রাম থেকে আগত অসহায় মানুষেরা সাহায্য পেয়ে খুশি। 

সমাজ সেবার ব্রত নিয়ে একদল যুবক এই উদ্যোগ গ্রহণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক সদস্যরা জানায়, তারা এই সাহায্য করতে পেরে আপ্লুত। আগামীতে আরো এই ধরনের বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের পরিকল্পনা আছে বলেও জানায় তারা। পাশাপাশি শিবিরে আর্থিক সাহায্যকারী সহৃদয়বান ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ