Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমেদাবাদ থেকে বিমানে একা বাড়ি ফিরল ৮ বছরের তানিয়া



দীর্ঘ ৮০ দিন লক ডাউনে আমেদাবাদে আটকে থাকার পর বিমানে একাই বাড়ি ফিরল ৮ বছরের তানিয়া। চতুর্থ শ্রেণিতে পাঠরত মেয়ে। 

ছুটিতে আমেদাবাদে মাসির বাড়িতে গিয়েছিল তানিয়া। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউনের ফলে আটকে পড়েছিল বছর আটের তানিষ্কা। দীর্ঘ ৮০ দিন মাসি বাড়িতে কাটিয়ে আজ একাই আমেদাবাদ থেকে বিমানে কলকাতা পৌঁছল ছোট্ট তানিষ্কা।

বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ইন্ডিগোর বিমান ৬১৩৫-এ কলকাতায় ফেরে তানিষ্কা। ৮০ দিন পরে মেয়ের স্পর্শ পেয়ে আবেগতাড়িত হয়ে পড়ে তাঁর বাবা, মা ও ভাই। কালীঘাট রোডের পঞ্চমীয়াতে তাঁর বাড়ি। 

তানিষ্কা বলে, প্রথমে তার ভয় করছিল। তারপর বিমান সেবিকা আসার পর সে নিশ্চিন্ত হয়। বিমানে তার এক বন্ধুও হয়। দীর্ঘ ২ ঘণ্টা বিমানযাত্রার কোনও ক্লান্তিই ফুটে ওঠেনি ছোট্ট তানিয়ার মুখে। 

তানিয়ার বাবা ধবল পঞ্চমীয়া জানান, লকডাউনের আগে মাসির বাড়ি গিয়ে আটকে গিয়েছিল। মেয়েকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করলেও ব্যর্থ হন তাঁরা। শেষে মেয়ে একাই বাড়ি ফিরল। 

একে অল্প বয়স, তার উপর এরকম দুঃসময়! তার মধ্যে একা বিমানে করে তানিষ্কার এই সফর! কুর্নিশ জানাচ্ছে সকলেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code