করোনা সংক্রমণের জেরে সারা দেশে চতুর্থ দফায় লক ডাউন শেষ করে কন্টেইনমেন্ট জোনে পঞ্চম দফায় লক ডাউন আরম্ভ হয়েছে আজ থেকে। আর, দেশ স্বাভাবিক ছন্দে ফেরাতে আজ থেকে শুরু হয়েছে আনলক ১। প্রথম থেকেই কোচবিহার জেলা গ্রিন জোনে থাকলেও রক্ষে হল না। শূন্য থেকে এক লাফে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ৩১ তারিখ পুনরায় আরও কোচবিহার জেলায় আরও ২৯ টি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হল। 

কন্টেইনমেন্ট জোনগুলি হল- 

দিনহাটা- ১ 
  • গিতালদহ - কোনামুক্তা ২৯২/৬ 
  • মাতালহাট - ভলকা ইস্ট ১৪২/ ৬
  • গিতালদহ ২ - জারিধরলা নদী ২৮০/৬
  • গিতালদহ ১ - রতীনন্দন (পশ্চিম) ২৮৫/৬
  • গিতালদহ ১ - ভোরাম ২৮৬/৬
  • ওকড়াবাড়ী - পঞ্চাধব্জী ২৫৫/৬
  • ভেটাগুড়ি ২ -বালাডাঙ্গা ১৬৩/৬
  • পুটিমারি ২ - বড় নাচিনা ১৬৭/ ৬
  • বড় আটিয়াবাড়ী ১- গিতালদহ আটিয়াবাড়ী ২৩৫/৬ 
দিনহাটা- ২ 
  • সাহেবগঞ্জ- খারিজা কালাইঘাটি ৮৬/৭
  • বামনহাট- লাউচাপাড়া দক্ষিন পশ্চিম ১১৭/৭
  • গোবড়াছড়া নয়ারহাট অঞ্চল- নান্দিনা ১৬৪/৭ 
  • গোবড়াছড়া নয়ারহাট অঞ্চল- ছাট পিকনিধারা ১৭১/৭ 
  • শুকারিকুটি- কিশামাত করলা প্রথম খন্ড ২০৮/৭\
  • নাজিরহাট- শালমারা (পশ্চিম), পূর্ব মশালডাঙ্গা ৩৭/৭ 

সিতাই 
  • চামটা- বালাপুকুরি সাউথ মসজিদ পাড়া ৭৪/৬ 

মাথাভাঙ্গা ১
  • জোরেপাটকি - সেন পাড়া অ্যালাইস কেন্টারি ১২৪/৫ 

কোচবিহার ১ 
  • চান্দামারি- পূর্বটারি, পুরান চান্দামারি ৬৭/৪
  • মোয়ামারি- ভুল্লার বাজার ৫/৪ 

কোচবিহার ২ 
  • চকচকা- পাল পারা ২৭৬/৩
  • গোপালপুর- গোপালপুর বিএসএফ ক্যাম্প ৩/১০৬, ৩/১০৭ 

তুফানগঞ্জ ১
  • ধলপল ২- কোনাপারা ৪৩/৮
  • নাটাবাড়ি ২- জাইগার চিলকান ২৮/৮
  • ধলপল ১- উত্তর ধলপল ৫/৯
  • ধলপল ১- কুটি পারাল ১০/৯
  • বলরামপুর ১- বলরামপুর বটতলা ২২৩/৮  
  • বলরামপুর ১- চেকাডারা ২২৯/৮
  • দেওচড়াই- সন্তোষপুর ২২৫/৮ 
  • নাটাবাড়ি ১- জোড়া কদমতলা ৯/৮