পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে জিডিএমও ও মেডিক্যাল অফিসারের পদে নিয়োগ করতে চলেছে সরকার ৷ আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷
মোট শূন্য পদ- ২৫৪৫
পোস্ট-
- মেডিক্যাল অফিসার
- জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
পোস্ট অনুসারে শূন্য পদ-
- মেডিক্যাল অফিসার ১৩৭১
- জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ১১৭৪
আবেদনের শেষ তারিখ- ২৯শে জুন ২০২০
বয়সসীমা-
- মেডিক্যাল অফিসারদের- জানুয়ারি ২০২০ অধিকতম বয়স ৪০ বছর
- জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারদের - জানুয়ারি ২০২০ অধিকতম বয়স ৩৬ বছর
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে- ক্লিক করুন
আবেদন করতে- ক্লিক করুন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊