লক ডাউনের মাঝেই সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের দুঃখাভোলার কুঠি গ্রামে রাস্তার বেহাল পরিস্থিতি নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা। ওকড়াবাড়ী বাজার থেকে দুঃখাভোলার কুঠি, পঞ্চাধ্বজি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের মূল সড়কপথ এই পথটি, যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তায় বড়ো বড়ো গর্ত ফলে সামান্য বৃষ্টিতেও জল জমে যায় ফলে যাতায়তে খুব সমস্যার সৃষ্টি হয়। জানা গেছে, এর আগে মানসাই নদীর বাঁধ দেওয়ার সময় বড়ো লড়ি ওই রাস্তা দিয়ে যাতায়ত করেছে, যার ফলে পুরো রাস্তার বেশির জায়গাতেই বড়ো বড়ো গর্ত হয়েছে। যা মেরামত করেননি কেউই। রাস্তা দিয়ে মোটর সাইকেল, সাইকেল বা হেঁটে যাওয়াতেও বেশ বিপজ্জনক বলে জানায় উপস্থিত জনতা।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল দশা হলেও হেলদোল নেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও প্রধানের। এর জেরেই এদিন স্থানীয় মানুষজন আজ বিকেলে ওই এলাকায় রাস্তা অবরোধ করে রাস্তা মেরামতের দাবি তুলতে থাকে। পাশাপাশি, রাস্তা মাঝখানে গর্ত করে বিক্ষোভ দেখাতে থাকে।