West Bengal: Angry Relatives Vandalise Sagore Dutta Hospital and Medical College Near Kolkata After Patient Dies
রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সম্প্রতি জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁর মৃত্যু হয়।
এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের সঙ্গীরা হামলা চালান হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
ANI সূত্রে জানা গেছে- খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। পুলিশের সামনেও চলে হামলা। এরপর নামামো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
West Bengal: Relatives of a patient who died in the hospital during treatment, allegedly vandalised Sagore Dutta Hospital and Medical College at Kamarhati (North 24 Parganas district), yesterday. Police have arrested 3 people in connection with the incident pic.twitter.com/bGo9DhBFnU— ANI (@ANI) May 2, 2020
Social Plugin