করোনা আবহে ঘরে ফিরতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বিভিন্ন রাজ্যের মানুষ লক ডাউনের জেরে আটকে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। পরিযায়ী শ্রমিকদের জন্য চালানো হচ্ছে ট্রেন, বাস। একদিকে বাসে, ট্রাকে ঘরে ফিরতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে পরিযায়ী শ্রমিকেরা। এবার সেই বিপত্তি রেলেও।
রাত ২টা নাগাদ একটি শ্রমিক স্পেশাল ট্রেন লাইনচ্যুত হয়েছে বলেই জানা গেছে। কেরলের তিরুর থেকে রাজস্থানের জয়পুরে যাওয়ার পথে কর্ণাটকের ম্যাঙ্গালুরুর পাডিলে লাইনচ্যুত হয় ওই ট্রেন। তবে, ভালো খবর কেউ জখম হননি। লাইনচ্যুত ইঞ্জিন সরানোর পর ট্রেনটি গন্তব্যে রওনা দেয়। ট্র্যাক মেরামতির কাজ চলছে বলে জানা গেছে।
Karnataka: A 'shramik special' train on Tirur (Kerala) to Jaipur (Rajasthan) route derailed at Padil, Mangaluru at around 2 am today. No injuries reported. Train resumed its journey after the derailed engine was replaced, track restoration work underway. pic.twitter.com/BVPZYwraqi— ANI (@ANI) May 19, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊