কলকাতায় দুপুর তিনটে নাগাদ আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, দুপুর আড়াইটে থেকেই ৭৯ কিলোমিটার/ঘণ্টা বেগে হাওয়া বইতে শুরু করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ৩৫ টি গাছ ভেঙে পড়েছে। রেড রোড, নিউ আলিপুর, খিদিরপুর, যতীনদাস পার্ক, গড়িয়াহাট, পূর্ণদাস রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, ট্যাংরা, সল্টলেকের সিডিও ব্লক ও বেহালার বহু জায়গায় গাছ পড়েছে।
প্রায় রাত নটায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এলাকার পর এলাকা ধ্বংস। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসন সাধারণ মানুষের সাহায্যে ৫ লক্ষ মানুষকে সরাতে পেরেছি। ১৭৩৭ এ এমন ভয়ঙ্কর ঝড় হয়েছিল। ওয়ার রুমে বসে আছি আমি। নবান্নে আমার অফিস কাঁপছে। একটা কঠিন পরিস্থিতির যুদ্ধকালীন মোকাবিলা করলাম। মাঝরাত অবধি হয়ত ঝঞ্ঝা চলবে। নন্দীগ্রাম, রামনগর প্রভৃতি এলাকায় বড় ক্ষতি। উত্তর ও দক্ষিন ২৪ পরগণা প্রায় ধ্বংস ঝড়ের দাপটে। গাছ পড়ে মানুষ মারা গেছেন। মোট ক্ষতি এখনও গণনা করা যায়নি। অনেক জায়গায় বিদ্যুৎ নেই, জল নেই। পাথরপ্রতিমা, নামখানা, কাকদ্বীপ, কুলতলি, বারুইপুর, সোনারপুর সব জায়গায় ধ্বংসের ছবি। রাজারহাট, হাসনাবাদ, সন্দেশখালি, গোসাবা, হাবড়া সব জায়গাই বিপর্যস্ত।'
তেমনি কিছু ধ্বংশের ছবি -
This is the sky of Bhubaneswar after passing cyclone Amphan #AmphanSuperCyclone #prayforOdisha #Narendermodi #Odisha pic.twitter.com/hHES6BZsEz— P®âkâßh k®.™ (@asutoshraval) May 21, 2020
Total area is water logged for next 5 months because of no drainage system in Shyamnagar Kowgachi Bramhanpara, North 24 Parganas . Lot of trees drop down due to Amphan.#AmphanSuperCyclone #IamSumanDe pic.twitter.com/lXlHu0MqJq— Pratik Dutta (@leopratik80) May 21, 2020
जहां तक नजर जाती है सिर्फ पानी ही पानी है, कई जगह बिजली के तार गिरने की वजह से बिजली काट दी गई है. खतरा अभी पूरी तरह से ताला नहीं है अपने घरों में रहें सुरक्षित रहें. #AmphanCyclone #AmphanSuperCyclone #prayforwestbengal #CyclonAmphan pic.twitter.com/jle41Yi8up— Arun tiwari (@Aruntiwarii1) May 21, 2020
#Amphan came and left us devastated #Amphan_Alert #AmphanCyclon #AmphanSuperCyclone— Shailesh (@shai171) May 21, 2020
Prayers for the suffering peoples from #Medinipur and entire #Bengal #Kolkata pic.twitter.com/46KP4cAghN
This is the NSC Bose road proper, Netaji Nagar Crossing (41B bus stand) in South #Kolkata where I stay. At the moment, it is cut off totally. The second photo is of adjoining Gachhtala. #CycloneAmphan #AmphanSuperCyclone #prayforwestbengal #CycloneAmphanUpdate pic.twitter.com/EAPOl5h0JQ— Dr.Titas Kar (@titask9) May 21, 2020
আজ, বৃহস্পতিবার বিকেলে টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছেন মমতা। গতকাল রাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্যুর খবর এসেছে। তবে সঠিক সংখ্যা কত তা পরে জানানো হবে। খারাপ পরিস্থিতিতে মানুষের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি। রাজনীতি না করে কেন্দ্রের কাছে সাহায্যের আর্জিও জানান তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে তিনটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমটা হল করোনা, দ্বিতীয়টা হল পরিযায়ী শ্রমিক ও তৃতীয় এই আমফান। এতটা ক্ষতি হবে, এমনটা আশা করেননি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পরিযায়ী শ্রমিকদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আশ্রয় শিবিরে যে সমস্ত মানুষ রয়েছেন, আগামী তিন-চারদিন সেখানেই থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুনর্বাসনের কাজ কী ভাবে করা হবে তা নিয়েও চিন্তিত তিনি। সব ঠিক করতে ৪-৫ দিন সময় লাগবে বলেও উল্লেখ করেছেন।
Social Plugin