করোনার মাঝেই আম্ফান সাইক্লোন আঘাত হেনেছে বাংলায়। গতকাল রাতেই মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন নবান্ন। কেন্দ্রকে রাজনীতি না করে সাহায্য করার কথাও জানান তিনি। পাশাপাশি, তিনি জানিয়েছিলেন পুরো রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দুই চব্বিশ পরগণা প্রায় শেষ হয়ে আছে। ধবংস স্তূপের ওপর দাঁড়িয়ে আছি। 

সেই চিত্র দেখে গোটা দেশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পাশে আছে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ট্যুইট করেন মোদী লিখেছেন, 'এই পরিস্থিতিতে গোটা দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। মানুষ যাতে সুস্থ থাকে, সেই কামনা করি। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। সাইক্লোন বিধ্বস্ত অঞ্চলগুলোতে কাজ করছে এনডিআরএফ।'

প্রধানমন্ত্রী আরও জানান, শীর্ষকর্তারা নজর রাখছে। রাজ্য সরকারের সঙ্গে সবরকম যোগাযোগ রেখে কাজ করছে। পাশাপাশি ওডিশাকেও সাহায্য করার বার্তা দিয়েছেন তিনি।