শতবর্ষের আলোকে  উজ্জ্বলতম প্রতিভা সত্যজিৎ রায়কে  কবিতায় স্মরণ করলেন কবি রিমলী বিশ্বাস। 

স্মরণে সত্যজিৎ
রিমলী বিশ্বাস 


জানিনা কিসে জয় হয় আর বুঝিনা কোনটা নিখাদ জিত!
মননের সাথে সহবাস যার সেই তো আসলে সত্যজিৎ!

অপুর ট্রিলজি শেষমেশ ধরে কাজলের মতো নরম হাত,
ফেলুদা থ্রিলারে মগজাস্ত্রের অ্যাপ্লিকেশনে কিস্তিমাত!

শাখাপ্রশাখায় চিনতে শিখেছি অভিব্যক্তি-ব্যঞ্জনা!
এখনও ভাবায় ঠাকুরপো কেন চারুর হৃদয় বুঝলো না!

কতটা স্বাধীনচেতায় বিমলা ঘরের বাইরে পা রাখে!
দিবারাত্রির কাব্যে আদৌ আলোর ঠিকানা ঠিক থাকে!

অ্যাম্বাস্যাডারই গায়েব এখন জটায়ুকে আর পাচ্ছি কই!
হল্লা রাজার মতোন আমরা প্রত্যেকেই কি একলা নই!

পিকুর ডায়েরি আজও অপাঠ্য! কি জানি এখন পড়ছে কে!
সংকেতে কত অশনি যে থাকে বড় গুরুতর জখম সে!

চিড়িয়াখানায় বন্য মানুষ! অবাক হয়েই দেখতে হয়!
নায়ক হয়ে ওঠার সিঁড়ি পেরিয়ে যাওয়াও সহজ নয়!

গুপীর সাথে কখন যেন আমরা উঠি গান গেয়ে 
হীরক রাজার 'ঠিক'-গুলোতেই শিউরে উঠি ভয় পেয়ে!

অভিযান কি একলা কারোর আমরাও তো সঙ্গী তার!
আগন্তুকের বিশ্বভ্রমণ! বিপ্লবী নয় অঙ্গীকার?

একটা শক্ত মুঠোর ভেতর শিল্পে ফেরে যে সম্বিৎ 
সেই চেতনার একক শিকড় এবং মাটি সত্যজিৎ।