Latest News

6/recent/ticker-posts

Ad Code

রোডম্যাপ তৈরি করছে কেন্দ্র, লক ডাউন বৃদ্ধি নাকি ইতি?


৩১শে মে শেষ হতে চলছে চতুর্থ দফার লক ডাউন। তবে, তারপরেও লক ডাউন বাড়ছে কিনা সেবিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি কেন্দ্র সরকার। এদিকে, লক ডাউন চললেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ১লা জুন থেকে নতুন কি নিয়ম জারি হবে তাই এখন দরকার। শোনা যাচ্ছে, লকডাউন থেকে বার হওয়ার জন্য চূড়ান্ত প্ল্যান করছে সরকার। তৈরি হচ্ছে রোডম্যাপ। প্রতিবার লক ডাউন বৃদ্ধির জন্য জাতির উদ্দ্যেশে ভাষণ দেন মোদী তবে এবার দেবেন কিনা সেবিষয়ে স্পষ্ট করেনি কেন্দ্র। তবে, ৩১শে মে যেহেতু রবিবার তাই মনে করা হচ্ছে 'মন কি বাত' -এ নতুন নিয়মাবলী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। 

সম্ভাব্য কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে দেখে নিন একনজরে- 
  • বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে রাজ্যগুলি ঠিক করবে, কী কী কাজ করা যাবে, কী করা যাবে না।
  • কনটেনমেন্ট জোনগুলি যেমন আছে তেমনই থাকবে। সেকানে কোনও কাজকর্ম করা যাবে না।
  • কেন্দ্র শিগগিরই একটি তালিকা প্রকাশ করে জানাতে পারে কোন কোন কাজ দেশে আপাতত বন্ধই থাকবে।
  • শপিং মল খোলা যেতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।
  • ট্রেন ও ঘরোয়া উড়ান চালু হয়ে গিয়েছে। ১ জুন থেকে কিছু নিয়মকানুন মেনে চালু হয়ে যেতে পারে দিল্লি মেট্রোও।
  • কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আমদাবাদ, জয়পুর ও সুরাত- এই কটি শহর লকডাউন ৫.০-র মূল ফোকাসে থাকবে।
  • কোনও ধর্মীয় জমায়েত হবে না। তবে ধর্মীয় স্থান খুলে দেওয়ার বিষয়টি রাজ্যের ওপর ছাড়া যেতে পারে।
  • রেস্তোঁরাগুলি খোলার সিদ্ধান্তও দেওয়া যেতে পারে রাজ্যগুলির ওপর।
  • লকডাউন ৫.০-য় কোনও আন্তর্জাতিক উড়ানে সিলমোহর দেওয়া হবে না।
  • এখনও পর্যন্ত খবর, ১৫ জুনের আগে কোনও স্কুল খুলতে দেওয়া হবে না বলে ঠিক করা হয়েছে।

Ad Code