শুক্রবার সকাল দশটায় সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টর শক্তিকান্ত দাস  বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্ব অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে পড়েছে। গোটা পৃথিবীতে আর্থিক কর্মকাণ্ড থমকে গিয়েছে। সেকারণেই রেপো রেট আরও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। 

বর্তমানে রেপো রেট ছিল ৪.৪০ শতাংশ। তা কমে ৪ শতাংশ হল। রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩. ৩৫ শতাংশ।


দেশের বৃদ্ধির গতি ত্বরাণ্বিত করতে ২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করে আরবিআই। 

এপ্রিলে, অপ্রত্যাশিতভাবে রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ কমায় আরবিআই।

প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে সম্মত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ঋণ নীতি বিষয় কমিটি।

আজ মূলত চারটি বিষয়ে বক্তব্য রাখেন গভর্ণর।-
১। বাজারের কার্যকারিতা উন্নত করা, 
২। রফতানি ও আমদানিকে সাপর্ট করা, 
৩। পরিসেবা ও রিফাইজিংয়ের মাধ্যমে আর্থিক চাপকে হাল্কা করা এবং কার্যকরী মূলধনকে আরও ভাল অ্যাক্সেস প্রদান 
৪। রাজ্য সরকারগুলির দ্বারা প্রতিহত করা আর্থিক প্রতিবন্ধকতাগুলিকে সহজ করা।

ঋণ পরিশোধের উপর যে তিনমাসের স্থগিতাদেশ জারি হয়েছিল তা ১ জুন থেকে বৃদ্ধি করে ৩১ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়। 
 
অনুগ্রহ করে ফেসবুক পেজটি লাইক করে নিয়মিত আপডেট পান-