লকডাউনে দেশের সমস্ত নাগরিক তাদের রেশন কার্ডের ক্রমানুযায়ী বিনামূল্যে রেশন পাচ্ছেন গত দু'মাস ধরে। একনাগাড়ে প্রচুর মানুষের সমাগম হয়েছে রাজ্যের রেশন দোকান গুলিতে। তাই রেশন দোকান গুলি স্যানিটাইজ করার প্রয়োজন বলে ঘোষণা করেছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখলেও সতর্কতাস্বরূপ এই সিদ্ধান্ত নেয় হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আর এই কারণেই আগামী সোমবার রাজ্যের প্রায় ২১,০০০ রেশন দোকান বন্ধ থাকবে।

এছাড়াও খাদ্যদপ্তরের বিভিন্ন গুদামগুলিও একই কারণে আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে। যেহেতু খাদ্যদপ্তরের গুদামগুলিতে বিভিন্ন জায়গা থেকে মাল আসে তাই গুলিও স্যানিটাইজ করার প্রয়োজন আছে। গ্রাহকরা এই মাসের রেশন তুলে নিয়েছেন বলে কোনো সমস্যা হবে না বলেই একটা দিন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে খাদ্যদপ্তরের তরফে।