চতুর্থ দফায় লক ডাউন শেষ হচ্ছে ৩১শে মে আর পঞ্চম দফায় লক ডাউন ও আনলক ১ আরম্ভ হচ্ছে ১লা জুন থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী কাল থেকে চলবে ২০০ ট্রেন। তবে রয়েছে কিছু বিধি নিষেধ।
১৬৭ বছরের রেলের ইতিহাসে এই প্রথম ট্রেনে টিকিট পরীক্ষককে চেনা পোশাকে দেখা যাবে না। ব্রিটিশ আমল থেকে সাদা শার্ট, কালো কোর্ট, কালো প্যান্ট ও টাইয়ে টিকিট পরীক্ষককে দেখতেই আমরা অভ্যস্ত হয় গেছি। কিন্তু মারন ভাইরাস করোনার থাবায় বিপর্যস্ত দেশে ট্রেন চললেও টিকিট পরীক্ষকের সেই চেনা পোশাক পরিবর্তন হয়ে যাবে। মুখে মাস্ক, হাতে গ্লোভস সহ পরনে থাকবে পিপিই। এমনকি টিকিট পরীক্ষার ক্ষেত্রেও আসছে পরিবর্তন। আতস কাঁচের ব্যবহারের টিকিট পরীক্ষা করা হবে। চোখের খুব কাছাকাছি এনে যেন টিকিট দেখতে না হয় তাই এই পদক্ষেপ বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊