Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিপর্যস্ত বাংলা নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কি জানালেন দেখে নিন এক নজরে


করোনার মাঝেই আম্ফানে বিপর্যস্ত বাংলা। আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ। আম্ফানের প্রায় সাতদিন কেটে গেছে। বিপর্যস্ত বাংলা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন-
  • গাছ কাটতে গিয়ে হাওড়ায় এক দমকলকর্মীর মৃত্যু 
  • সিইএসসি এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করবে সরকার 
  • মৃত কর্মীর পরিবারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছি 
  • যেভাবে প্রত্যেকটি কর্মী কাজ করেছে তাদেরকে স্যালুট জানাচ্ছি 
  • সুন্দরবনের সর্বনাশ হয়ে গিয়েছে। আগে বাঁধ নির্মাণ করতে হবে যুদ্ধকালীন প্রস্তুতিতে 
  • ৯০ শতাংশ জায়গায় বিদ্যুত্‍ ফিরিয়ে আনা হয়েছে 
  • স্বরাষ্ট্রসচিব উত্তর ২৪পরগনা এবং দক্ষিণ ২৪পরগনা সেচ দফতরের সচিব যাবেন এবং সেখান থেকে ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন 
  • না জানিয়ে ট্রেন চালানো হচ্ছে। মহারাষ্ট্রের সঙ্গে কথা বললাম, তারা বলল রাত দুটোর সময় তারা জেনেছে 
  • সিইএসসি নিয়ে রাজনীতি শুরু করলো। কিন্তু এই সংস্থার সিপিএমের আমলে দিল্লির কংগ্রেস সরকার তৈরি করে দিয়েছিল 
  • আমরা মানবিক বলে বহু সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিইনি 
  • জল না সরলে বিদ্যুতের খুঁটি বসানো যাচ্ছে না 
  • সিইএসসি চাইতে বিদ্যুত্‍ বন্টন সংস্থা অনেক ভাল কাজ করেছে 
  • সকলকে কোয়ারেন্টাইন করা যাবে না, কারণ কয়েক লক্ষ মানুষ এসেছেন 
  • জেলায় জেলা শাসক এবং ব্লকে বিডিও নেতৃত্বে টাস্কফোর্স তৈরি করুন 
  • মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাত সহ ৫টি রাজ্য থেকে পরিযায়ীরা এলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে 
  • মুম্বাই থেকে হঠাত্‍ ৩৬টা ট্রেন ছাড়া হচ্ছে বলে জানলাম 
  • ৫ রাজ্য থেকে এলে স্কুলে স্কুলে কোয়ারেন্টাইন 
  • গাদাগাদি করে এখানে শ্রমিকরা আসছেন, ফলে করোনা সমস্যা বাড়ছে 
  • কেন্দ্র আমাদের সঙ্গে কথা বলে পরিকল্পনা করতে পারতো, কিন্তু তা করেনি 
  • ভিন রাজ্য থেকে যারা আসছেন তাদের অনেকেই করোনায় আক্রান্ত। মহারাষ্ট্র থেকে সরাচ্ছেন বাংলায় হচ্ছে . 
  • রেড, অরেঞ্জ জোন মানলে এই অবস্থা তৈরি হতো না 
  • উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হয়, বন্যার পরিস্থিতি তৈরি হয়। এখন থেকে নজর রাখার জন্য বলছি 
  • আজ বুধবার রাতের মধ্যে ১১টা ট্রেন ঢুকবে। কাল বৃহস্পতিবার ১৭টা ট্রেন ঢুকবে। আজ রাতের মধ্যেই তৈরি করতে হবে। ওরা আমাকে ডিস্টার্ব করতে গিয়ে মানুষকে ডিস্টার্ব করছে 
  • কেন্দ্রের এত কোয়ারেন্টাইন সেন্টার আছে নাকি? 
  • কেন্দ্র লকডাউন করেছে অথচ রেল রেলের মতো চলছে বিমান বিমানের মতো চলছে 
  • এই সর্বনাশা পরিস্থিতির মধ্যে আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইব 
  • ত্রাণে যেন অভাব না হয় দেখে নিন, কেউ যেন অভুক্ত না থাকে 
  • রেশন দোকান কোথাও ভেঙে গেলে অন্য জায়গা থেকে রেশনের কাজ চালান 
  • ১০৭ কিলোমিটার বাঁধ ভেঙেছে দ্রুত সারাতে হবে
  • উমপুনের জন্য রাজ্যের ৬০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত।
  • আগামী দিনে একই দুর্দশা যাতে না হয়, সিইএসসিকে ব্যবস্থা নিতে বলেছি

Ad Code