করোনার মাঝেই আম্ফানে বিপর্যস্ত বাংলা। আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ। আম্ফানের প্রায় সাতদিন কেটে গেছে। বিপর্যস্ত বাংলা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন-
  • গাছ কাটতে গিয়ে হাওড়ায় এক দমকলকর্মীর মৃত্যু 
  • সিইএসসি এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করবে সরকার 
  • মৃত কর্মীর পরিবারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছি 
  • যেভাবে প্রত্যেকটি কর্মী কাজ করেছে তাদেরকে স্যালুট জানাচ্ছি 
  • সুন্দরবনের সর্বনাশ হয়ে গিয়েছে। আগে বাঁধ নির্মাণ করতে হবে যুদ্ধকালীন প্রস্তুতিতে 
  • ৯০ শতাংশ জায়গায় বিদ্যুত্‍ ফিরিয়ে আনা হয়েছে 
  • স্বরাষ্ট্রসচিব উত্তর ২৪পরগনা এবং দক্ষিণ ২৪পরগনা সেচ দফতরের সচিব যাবেন এবং সেখান থেকে ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন 
  • না জানিয়ে ট্রেন চালানো হচ্ছে। মহারাষ্ট্রের সঙ্গে কথা বললাম, তারা বলল রাত দুটোর সময় তারা জেনেছে 
  • সিইএসসি নিয়ে রাজনীতি শুরু করলো। কিন্তু এই সংস্থার সিপিএমের আমলে দিল্লির কংগ্রেস সরকার তৈরি করে দিয়েছিল 
  • আমরা মানবিক বলে বহু সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিইনি 
  • জল না সরলে বিদ্যুতের খুঁটি বসানো যাচ্ছে না 
  • সিইএসসি চাইতে বিদ্যুত্‍ বন্টন সংস্থা অনেক ভাল কাজ করেছে 
  • সকলকে কোয়ারেন্টাইন করা যাবে না, কারণ কয়েক লক্ষ মানুষ এসেছেন 
  • জেলায় জেলা শাসক এবং ব্লকে বিডিও নেতৃত্বে টাস্কফোর্স তৈরি করুন 
  • মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাত সহ ৫টি রাজ্য থেকে পরিযায়ীরা এলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে 
  • মুম্বাই থেকে হঠাত্‍ ৩৬টা ট্রেন ছাড়া হচ্ছে বলে জানলাম 
  • ৫ রাজ্য থেকে এলে স্কুলে স্কুলে কোয়ারেন্টাইন 
  • গাদাগাদি করে এখানে শ্রমিকরা আসছেন, ফলে করোনা সমস্যা বাড়ছে 
  • কেন্দ্র আমাদের সঙ্গে কথা বলে পরিকল্পনা করতে পারতো, কিন্তু তা করেনি 
  • ভিন রাজ্য থেকে যারা আসছেন তাদের অনেকেই করোনায় আক্রান্ত। মহারাষ্ট্র থেকে সরাচ্ছেন বাংলায় হচ্ছে . 
  • রেড, অরেঞ্জ জোন মানলে এই অবস্থা তৈরি হতো না 
  • উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হয়, বন্যার পরিস্থিতি তৈরি হয়। এখন থেকে নজর রাখার জন্য বলছি 
  • আজ বুধবার রাতের মধ্যে ১১টা ট্রেন ঢুকবে। কাল বৃহস্পতিবার ১৭টা ট্রেন ঢুকবে। আজ রাতের মধ্যেই তৈরি করতে হবে। ওরা আমাকে ডিস্টার্ব করতে গিয়ে মানুষকে ডিস্টার্ব করছে 
  • কেন্দ্রের এত কোয়ারেন্টাইন সেন্টার আছে নাকি? 
  • কেন্দ্র লকডাউন করেছে অথচ রেল রেলের মতো চলছে বিমান বিমানের মতো চলছে 
  • এই সর্বনাশা পরিস্থিতির মধ্যে আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইব 
  • ত্রাণে যেন অভাব না হয় দেখে নিন, কেউ যেন অভুক্ত না থাকে 
  • রেশন দোকান কোথাও ভেঙে গেলে অন্য জায়গা থেকে রেশনের কাজ চালান 
  • ১০৭ কিলোমিটার বাঁধ ভেঙেছে দ্রুত সারাতে হবে
  • উমপুনের জন্য রাজ্যের ৬০ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত।
  • আগামী দিনে একই দুর্দশা যাতে না হয়, সিইএসসিকে ব্যবস্থা নিতে বলেছি