Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউনে কর্মহারা মানুষদের সাহায্যের হাত বাড়ালো প্রকাশ ফাউন্ডেশনের রাজ‍্য ইউনিট


করোনা সংক্রমণের জেরে সারা দেশে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে অনেক পরিবার আজ প্রায় কর্মহীন। গৃহবন্দি অবস্থায় থাকতে থাকতে অনেক পরিবারের সঞ্চিত পুঁজি প্রায় শেষ হয়ে এসেছে এমত অবস্থায় তাদের অনাহারে দিন কাটাতে হচ্ছে , তাদের কিছুটা সাহায্য করার জন্য এগিয়ে আসল প্রকাশ ফাউন্ডেশনের রাজ‍্য ইউনিট ।

এদিন, প্রকাশ ফাউন্ডেশনের রাজ‍্য ইউনিটের পক্ষ থেকে মাল ব্লকের লাটাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। প্রতিটি পরিবারকে ২ কেজি করে আলু, ১.৫ কেজি স্কোয়াশ, ১ টা চাল কুমড়া,১ ফালি মিষ্টি কুমড়া, ৫০০ করে ঢ্যাঁড়স,৫০০ করে পটোল, ৫০০ করে পেঁয়াজ,১ কেজি কাঁচা লঙ্কা,১.৫ কেজি করলা,১ টা বাঁধাকপি,৫০০ গ্রাম বটবটি,১ কেজি টমেটো,৫০০ গ্রাম শশা,১০ টা করে ডিম,২০০ গ্রামের তেল,লবনের প্যাকেট,১প্যাকেট বিস্কুট,সোয়াবিন প্রদান করা হয়। 

উপস্থিত ছিলেন ক্রান্তি পুলিশ ফারির SI সহ এলাকার বিশিষ্ট জনেরা। স্থানীয়রা ইউনিটের এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন। এই কঠিন সময়ে সাহায্য পেয়ে বেশ খুশি প্রাপকরাও। 

সংবাদদাতা :- রাহুল আলম, আমগুড়ি, ময়নাগুড়ি

Ad Code