Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী


করোনার মাঝেই থাবা বসিয়েছে আম্ফান। আম্ফানের দাপটে রাজ্যের বেশ কিছু জেলা বিধ্বস্ত। ভেঙেছে গাছ, উড়েছে ঘরের চাল, বহু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থাও হয়েছে ভিন্ন। গতকাল রাতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, দুই চব্বিশ পরগণা শেষ হয়ে গেছে। ধবংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭২ জনের মৃত্যুর খবর মিলেছে । 

বৃহস্পতিবার রাজ্যে আমফানে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, 'এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সহানুভূতি জানানোর ভাষা নেই আমার । তবু যদি এই টাকাগুলো পেয়ে কিছুটা উপকার হয় । ' পাশাপাশি, এদিন তিনি প্রধানমন্ত্রীকে বিপর্যস্ত এলাকা দেখতে আসার আহ্বান জানান। 

টুইটারে প্রধানমন্ত্রী জানান, সারা দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে। পাশাপাশি, রাষ্ট্রের জনগণের মঙ্গল কামনা করছেন তিনি। 

এবার, ঘূর্ণিঝড় পরিস্থিতি খতিয়ে দেখতে কাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী বলেই জানা গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। কাল আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী।
আগামীকাল পশ্চিমবঙ্গ ও ওড়িষ্যার বিপর্যস্ত এলাকা গুলি পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি, প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ত্রান ও পুনর্বাসনের দিকগুলি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে ।

Ad Code