সংবাদের জেরে খাদ্য সামগ্রী পেল কাউরাই এর বাসিন্দারা। গত ২৬শে এপ্রিল ২০২০-তে ওকড়াবাড়ির কাউরাই-এর অঙ্গনওয়ারী কেন্দ্রে স্থানীয়দের বিক্ষোভ দেখা যায়। সেই ঘটনায়, স্থানীয়দের দাবি ছিল প্রথম দফায় মাত্র ২৫জনকে খাদ্য প্রদান করেছিল অঙ্গনওয়ারী কেন্দ্র। 

অঙ্গনওয়ারি কেন্দ্রের দিদিমনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- "প্রথম দফায় ৭৫জন কে খাদ্য দেওয়া হয়েছিল। স্থানীয়দের অভিযোগ ভুল, তাঁরা সঠিক খবর জানে না। না জেনেই তারা সেদিন উত্তেজনা তৈরি করে।" 

তিনি আরও জানান- "এপ্রিলে ১০০ জনের খাবার আসে কিন্তু লোকের সংখ্যা তাঁর থেকেও বেশি ছিল, ফলে পুনরায় রিপোর্ট করে আরও খাদ্য সামগ্রী নিয়ে এসে সকলকে প্রদান করা হয়।" 

কার্যত বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ উপস্থিতির দরুন এবং প্রথম অবস্থায় কম খাদ্য সামগ্রী আসায় এই বিপত্তি বলে জানা যায়।  

তবে সেদিনের আমাদের খবরের জেরে, অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে পুনরায় অফিসে খবর পাঠিয়ে খাদ্য সামগ্রী নিয়ে এসে সরবরাহ করা হয়। খাদ্যসামগ্রী পেয়ে খুশি এলাকাবাসী।