করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে চলছে লক ডাউন। তৃতীয় দফায় লক ডাউন আগামী ১৭ই মে পর্যন্ত বহাল রয়েছে। তাঁর আগে আরও এক ক্ষেত্রে বড়ো ছাড়পত্র। মঙ্গলবার থেকে যাত্রাবাহী ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল ।

রবিবার রেল জানিয়েছে, ১২ মে থেকে পর্যায়ক্রমে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। ১২ মে কেবলমাত্র নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন চলবে। মোট ১৫ জোড়া ট্রেন চালানো হবে বলে জানা গেছে। যদিও আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুক করতে হবে টিকিট। স্টেশনে টিকিট পাওয়া যাবে না। 

রেলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধাপে ধাপে ভারতীয় রেল অন্য রুটগুলিতেও ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা কেয়ার সেন্টারগুলির জন্য ২০ হাজার কোচ এবং প্রতিদিন ৩০০ 'শ্রমিক স্পেশাল' ট্রেনর জন্য পর্যাপ্ত সংখ্যক কোচ সংরক্ষণ করার পর এই বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে ১১ই মে থেকে শুরু হবে টিকিট বুকিং শুরু হবে। ১১ই মে বিকাল ৪টা থেকে https://www.irctc.co.in/ সাইট থেকে টিকিট বুকিং করতে হবে। রেলের সময়সীমা পরে জানানো হবে বলেই জানা গেছে। তবে রেলী টিকিট কেটেই প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি থাকবে। তাঁর আগে স্ক্রিনিং করা হবে, উপসর্গহীন যাত্রীদেরই শুধুমাত্র ট্রেনে ওঠার অনুমতি থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে সকল টিকিট কাউন্টার। প্ল্যাটফর্ম টিকিটসহ কোনও কাউন্টার টিকিটও পাওয়া যাবে না। এছাড়াও, যাত্রীদের নিয়ম অনুসারে মাস্ক ব্যবহার করতে হবেই।