Latest News

6/recent/ticker-posts

Ad Code

M.Phil, PhD এর মৌখিক হবে ভিডিও কনফারেন্সে, নির্দেশ UGC এর


করোনার সংক্রমনের জেরে জারি হওয়া লকডাউনে বন্ধ রয়েছে অব কলেজ, বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) স্নাতক স্তরের পরীক্ষা অনলাইনে করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছে। এবার M.Phil ও PhD এর মৌখিক পরীক্ষা অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়ার নির্দেশ দিল UGC। এই বিষয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রফেসর আরসি কুহাদের নেতৃত্বে গঠিত একটি কমিটির নির্দেশেই এই অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

UGC জানিয়েছে," বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন বিশ্বাসযোগ্য টেকনোলজি মাধ্যম ব্যবহার করে M.Phil ও PhD এর মৌখিক পরীক্ষা অনলাইন ভিডিও কনফারেন্সে নিতে পারে। তবে এই অনলাইন পরীক্ষা চলাকালীন রিসার্চ অ্যাডভাইজরি কমিটির সদস্য, সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক, গবেশনারত শিক্ষার্থী এবং পরীক্ষক সকলকেই উপস্থিত থাকতে হবে। এবং এই ভিডিও কনফারেন্সের সম্পু্র্ন রেকর্ড রাখতে হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে।"

Ad Code