"My wife believes Google over anything else. Google is causing strife in my family life," he wrote in his complaint.

প্রযুক্তি মানুষের জীবনকে সহজ যেমন করেছে তেমনি আবার অতিষ্ট করেও তোলে। সম্প্রতি এমনি ঘটনার সাক্ষ্যি নাগাপট্টিনাম জেলার মাইলিলাথুথুরাই। জানাগেছে মাইলিলাথুথুরাই এর বাসিন্দা আর  চন্দ্রশেখর নামে এক ব্যক্তি গুগুল ম্যাপের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 

চন্দ্রশেখরের অভিযোগ  গুগল ম্যাপ এমন সব জায়গা দেখাচ্ছে যেখানে তিনি কখনও যাননি, অথচ দেখাচ্ছে তিনি গেছিলেন। আর এই কারনে তার স্ত্রী তাঁকে সন্দেহ করছেন। এমনকি এই সন্দেহের কারনে তাদের দাম্পত্য সম্পর্কে তৈরি হয়েছে চূড়ান্ত অশান্তি। 

তাঁর অভিযোগ বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করছে গুগল ম্যাপ ।  ম্যাপে অবস্থান সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে তাঁর মানসিক, পারিবারিক সমস্যা হচ্ছে ও তিনি নির্যাতনের শিকার হয়েছেন।

চন্দ্রশেখর তাঁর অভিযোগে জানিয়েছেন- ২০ মে গুগল ম্যাপে এমন একটা জায়গা দেখানো হয় যেখানে আমি কোনওদিনও যায়নি। অথচ দেখাচ্ছে আমি সেখানে গেছিলাম। সেই থেকেই তাঁর বৈবাহিক এবং পারিবারিক জীবনে সমস্যা দেখা দিয়েছে।

৪৯ বছরের চন্দ্রশেখর তাই পুলিশের কাছে আবেদন জানিয়েছেন-  "আমি স্ত্রীর প্রশ্নের উত্তর দিতে পারছি না। এবং পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুদের কথা আমার স্ত্রী শুনছে না। গুগল ছাড়া কাউকে বিশ্বাস করছে না। গুগল কারণেই আমার পারিবারিক জীবনে কলহ। তাই আমি আপনাকে গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমি আরও অনুরোধ করছি যে গুগল আমাকে এত বিবাদের কারণ হিসাবে ক্ষতিপূরণ দেবে।"