করোনা সংক্রমণ অব্যাহত সারা দেশ জুড়ে। পরিস্থিতির ওপর নির্ভর করে বাড়ছে লক ডাউন। যদিও কেন্দ্রের তরফে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। চতুর্থ দফার লক ডাউনে থাকছে নতুন নিয়ম। গোটা দেশজুড়ে যখন বাড়ছে লকডাউন তখন কারফিউ তুলে নেওয়ার ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

রাজ্যজুড়ে কার্ফু তুলে নিলেও এখনই লকডাউন উঠছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর। ক্যাপ্টেন অমরিন্দর শনিবার ঘোষণা করেছেন, আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

তবে, লকডাউন থাকলেও রাজ্যের নন-কন্টেনমেন্ট জোনে ১৮ মে থেকে সীমিত সংখ্যক গণপরিবহণ চালু হবে বলে তিনি জানিয়েছেন। 

সেই সঙ্গে যতটা সম্ভব ছাড়া দেওয়া যায়, তা-ও রাজ্য দেবে বলে সে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন তিনি।