আজ কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নগুলি আজ রাজ্যজুড়ে এই শ্রম আইন লাঘবের প্রতিবাদে ও পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করে দিনহাটা শহরে। মিছিলে অংশ নেয় AIUTUC,TUCC,CITU শ্রমিক সংগঠনগুলি।

করোনা অতিমারীর আক্রমণে, অপরিকল্পিত লকডাউনে অনাহারে, দীর্ঘ পথ চলার পরিশ্রমে, আমপান বিপর্যয়ে হারিয়ে যাওয়া প্রাণের স্মরণে ও নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে দিনহাটায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।


দাবি গুলি হল- 
  • ১| সঙ্কটজনক এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত উদ্ভূত সমস্যার সমাধান একতরফা ভাবে নয়, ছাত্র-শিক্ষক-অতিমারী বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই করতে হবে।
  • ২| করোনা ও আমপান বিপর্যস্ত মানুষের জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন- খাদ্য- বাসস্থান-চিকিৎসা সহ শিক্ষা ও শিক্ষা সম্পর্কিত সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে।
  • ৩|পরিযায়ী শ্রমিক পরিবার সহ সমস্ত দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্যে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে।
  • ৪| সমস্ত ধরণের ফি মকুব ও গণপরিবহনে ছাত্রছাত্রীদের ফ্রি পাস দিতে হবে।
  • ৫| প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত সংখ্যা গরিষ্ঠ ছাত্রছাত্রীদের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া চলবে না।
  • ৬| কেন্দ্র, রাজ্য, জেলা ও বিশ্ববিদ্যালয় স্তরে এই সমস্যা সমাধানের উদ্দেশে জরুরী কালীন ভিত্তিতে ছাত্র সংগঠন- শিক্ষক সংগঠন- অতিমারি বিশেষজ্ঞদের সমন্বয় কমিটি গড়ে তুলতে হবে।
মিছিল চলাকালীন বিক্ষোভকারীদের দিনহাটা থানার পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার করা হয় শ্রমিক নেতা আজিজুল হক, প্রবীর দে, আব্দুল রৌপ আহমেদ সহ মোট ১৫ জন নেতৃত্বকে।