SER-10,ময়নাগুড়ি, ২৬ মে : আম্ফানের স্মৃতি ফিকে হওয়ার আগেই আবারও রাজ্য়ে ঝড়-বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটল। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির জেরে মালদায় ২ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে। ঝড়ে দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্য়ু হয়েছে। আরেক জনের মৃত্য়ু হয়েছে বজ্রাঘাতে।

এদিকে ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই,পানবাড়ি,আমগুড়ি, টেকাটুলি, ব‍্যাঙ্কান্দি, রথেরহাট সহ ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু গ্রাম। গতকাল সন্ধ্যায় আছড়ে পরে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কারণে শতাধিক বিদ‍্যুৎ এর পোল ভেঙে চুরমার হয়ে যায়। যার ফলে বিদ‍্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু গ্রাম। কোথাও ভেঙেছে গাছ কোথাও আবার বাড়ি ভেঙে চুরমার। হঠাৎ ঝড়ে মাথায় হাত অনেকের। কান্নায় ভেঙে পরে অনেক গরিব দুস্থ পরিবারের মানুষ। কি করবে ভেবে পাচ্ছে না অনেকেই।

ব‍্যাঙ্কান্দি গ্রামের বাসিন্দা শম্ভু রায় বলেন, গতকাল সন্ধ্যায় হঠাৎ করে প্রচন্ড গতিবেগে ধেয়ে আসে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া। এবং কয়েক মিনিটেই তছনছ করে দেয় গোটা গ্রাম। বাড়ি ভেঙে চুরমার অনেকের।

একই অবস্থা কোচবিহারে জেলার। রাত ১১ টা নাগাদ মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, সিতাই, দিনহাটা সহ প্রায় সমস্ত কোচবিহার জেলা জুড়েই চলে ঝড়ের তান্ডব। সকাল হতেই বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির ছবি উঠে আসছে।