করোনা ভাইরাসের জেরে সারা দেশে জারি হয় লক ডাউন। আর লক ডাউনের জেরে ICSE-র ৬টি পেপার এবং ISC-র ৮টি পেপারের পরীক্ষা আটকে । স্বরাষ্ট্রমন্ত্রক দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য লক ডাউন শিথিলের কথা জানিয়েছেন। তবে জানানো হয়েছে যে কোনও পরীক্ষাই কনটেইনমেন্ট জোনে নেওয়া যাবে না। এরপরেই, ICSE ও ISC-র, সেই সব বাকি থাকা পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হল। জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে হবে পরীক্ষা।

ICSE পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে, শেষ হবে ১২ জুলাই। ISC-র পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ জুলাই।

তবে, পরীক্ষার্থীদের মানতে হবে বেশ কিছু নিয়ম। সামাজিক দূরত্ব মানতে হবে। পরতে হবে ফেস মাস্ক। নিজেদের কাছে স্যানিটাইজারও রাখতে হবে। কাউন্সিলের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গেছে। 

ICSE-র ভূগোল H.C.G পেপার২, বায়োলজি-সায়েন্স পেপার ৩, অর্থনীতি বিভাগ III ইলেকটিভ, হিন্দি এবং আর্ট পেপার ৪ এবং ISC-র বায়োলজি পেপার ১, বিজনেস স্টাডিদ, ভূগোল, সমাজবিদ্যা, সাইকোলজি, হোম সায়েন্স পেপার ১, ইলেক্টিভ ইংরেজি এবং আর্ট পেপার ৫ পরীক্ষাগুলি নেওয়া হবে।

পরীক্ষা শেষ হওয়ার ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ফল ঘোষণার কথা জানানো হয়েছে।