Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফুড ট্রাক ‘বিইং হাংরি’, মুম্বইয়ে দুর্গতদের পাশে সলমান


করোনার ভাইরাসের জেরে চলছে লক দাউন। ধুঁকছে অর্থনীতি। অর্থাভাব দেখা দিয়েছে ঘরে ঘরে। এই ঘোর সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষগুলো। তাঁদের পাশে দাঁড়াতে ‘বিইং হাংরি’ উদ্যোগ গ্রহণ করেছেন সলমান। এই উদ্যোগের মাধ্যমে অভাবগ্রস্তদের মধ্যে রেশন বিতরণ করছেন তিনি। মুম্বইয়ের দুর্গত মানুষের হাতে রেশন পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত ওই ট্রাকে লেখা ‘বিইং হাংরি’। স্বেচ্ছাসেবীরা মানুষের এলাকায় দুর্ভোগে পরা মানুষদের হাতে খাবারের থলি দিয়ে বেরিয়েছেন। 

যদিও, কিং খান এবিষয়ে কোনোরুপ মন্তব্য বা পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেন নি। কোভিড-১৯ এর সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সলমন সক্রিয়ভাবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। 

চলতি মাসের প্রথম থেকেই বিভিন্ন আক্যাউন্ট মারফত সোশ্যাল মিডিয়ায় 'বিইং হাংরি' এর খাদ্য বিতরণের নানান চিত্র ফুটে উঠেছে।   

Ad Code