করোনার সাথে লড়াই করতে সারা বিশ্বের বিভিন্ন দেশেই চলছে লক ডাউন। লক ডাউনের জেরে যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা বাতিল হয়েছে নয়তো বা স্থগিত হয়েছে। এ বছরই পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করে ফিফা। মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের দিনক্ষন ঘোষণার সাথে সাথে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের দিনক্ষনও ঘোষণা করলো ফিফা। 

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এবছরের অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। ২ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলতো ২১ নভেম্বর পর্যন্ত। কিন্তু সেটা পিছিয়ে গিয়ে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে বিশ্বকাপ চলবে ৭ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে নবি মুম্বাই, কলকাতা, আমেদাবাদ, গুয়াহাটি ও ভুবনেশ্বরে।


এদিকে আগস্ট-সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ হওয়ার কথা ছিল কোস্তা রিকা ও পানামায়। যদিও করোনার জেরে সেটাও পিছিয়ে গিয়েছি। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।