করোনা সংক্রমণের জেরে সারা দেশে চলছে লক ডাউন। আর এই লক ডাউনের মাঝেই গতকাল বিদায় নিয়েছে ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর আজ সারা দেশেই পালিত হচ্ছে পবিত্র ঈদ- উল- ফিতর। কিন্তু, খামতি থেকে গেলো আনন্দে, খুশিতে।
যেহেতু চলছে লক ডাউন। তাই লক ডাউনের বিধি নিষেধ মেনে নামাজ পড়তে হবে। ফলে, সকল ইসলামিক সংগঠন, সরকার ও দিল্লী জামে মসজিদের ইমাম সাহেব এবং নাখোদা মসজিদের ইমাম সাহেব সকল মুসলিম ভাইদের এই বছরের ঈদ বাড়িতেই পড়ার আহ্বান জানান। ঈদ গাহ ময়দান, কোলাকুলি, করমর্দন ছাড়াই পালিত হল ঈদ- উল- ফিতর।
লক ডাউনের নিয়ম মেনেই দিনহাটা মহকুমার মসজিদ গুলিতে পালিত হল পবিত্র ঈদ উৎসব। জানা গেছে, মসজিদ গুলোতে কয়েকটি ভাগে ভাগ করে করে নামাজ আদায় করানো হয়েছে। পাশাপাশি, অনেকেই আবার বাড়িতে থেকেই ঈদ উৎসব পালন করছেন। কেউবা কেউবা ৫-৬ জন বাড়ির মানুষ মিলে সামাজিক দূরত্ব বজায় রেখেই সালাত আদায় করেন। নামাজের শেষে মসজিদ গুলোতে ইমাম সাহেবের নিকট ফুল ও মিষ্টি প্রদান করে শুভেচ্ছা জানানো হয় প্রশাসনের তরফে।
Social Plugin