তৃতীয় পর্যায়ের লক ডাউনের শেষ হওয়ার আগেই চতুর্থ পর্যায়ের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী l কিছু কিছু ক্ষেত্রে শিথিল হলেও সামাজিক ও ধর্মীয় সবরকম আয়োজন ও সমাবেশ বন্ধ, আর এই ক্ষেত্রে কবে শিথিলতা আসবে এখনো জানা যায়নি l
এই বিয়ের মরসুমে সমস্ত রকম আয়োজন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাদ্যকর পরিবারগুলি l বিভিন্ন অনুষ্ঠানে ডাক পরে তাঁদের কিন্তু করোনা কেড়ে নিয়েছে এদের আয়ের একমাত্র পথ l খুবই কষ্টের মধ্যে দিন কাটছে এই পরিবারগুলির l
এইরকম পরিবারগুলির পাশে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল l যিনি এই দুর্দিনে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষগুলির পাশে বারে বারে পৌঁছে গেছেন l এরকমই চল্লিশটি বাদ্যকর পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী, শিশুদের খাবার ও মহিলাদের হাতে তুলে দিলেন স্যানিটারি ন্যাপকিন l
চিকিৎসকের সঙ্গে এগিয়ে এলেন তার সহযোদ্ধা অর্ঘ্য কমল সরকার, পার্থ চক্রবর্তী, আজিজুল হক, অজয় মন্ডল, দেবাশীষ রায়, মনোজ দে, রাজু রায় প্রমুখরা l চিকিৎসকের এই মহতী উদ্যোগে খুশি বাদ্যকর পরিবারগুলি l
Social Plugin