আজ দিনহাটা আপনঘরে মহকুমা প্রশাসন ও ব্যাবসায়ী সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় । দিনহাটা মহকুমায় বর্তমান পরিস্থিতিতে দোকানপাট খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পৌরপিতা উদয়ন গুহ, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রানা গোস্বামী , নারায়ণ সাহা, বিশু ধর, সঞ্জয় দত্ত, মানিক বৈদ, জয় ঘোষ, এবং শাখা সংগঠন এর একজন করে কর্মী আর সকল ব্যবসায়ী কর্মকর্তারা।

মহকুমা স্তরের আজকের এই প্রশাসনিক আলোচনার মাধ্যমে দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতি ও দিনহাটা মহকুমা ব্যবসায়ী কল্যান সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে, আমীকাল অর্থাৎ ০৬ই মে, ২০২০(বুধবার) থেকে পরবর্তী কোনো নির্দেশিকা না পাওয়া অবধি পঃবঃ সরকারের পক্ষ থেকে গৃহীত নির্দেশিকা অনুযায়ী যেসকল দোকানপাট খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে, সেগুলো সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। 

সব্জি বাজার সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং মাছ-মাংসের দোকাল সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

বৈঠকে বিধায়ক প্রত্যেক ব্যবসায়ীর কাছে অনুরোধ জানান- যেহেতু করোনাভাইরাসের আক্রমণ থেকে আমারা এখনো সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেনি তাই ব্যবসা-বানিজ্য চালয়ে যাওয়ার উদ্দেশ্য কিছু নির্দিষ্ট নিয়ম এবং সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করার । 

দিনহাটার একটি বানিজ্য প্রতিষ্ঠানের কর্ণধার রতন সাহা জানান- " যেহেতু করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে আমাদের সমাজ ও পৃথিবী এখনো সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে নি তাই সকল স্তরের ব্যবসায়ী বন্ধুরা যাতে সামাজিক এবং শারীরিকভাবে সুস্থ থেকে ব্যবসা বানিজ্য চালয়ে যেতে পারে সেই উদ্দেশ্য সরকারি সমস্ত নিয়ম- নির্দেশিকা এবং যাবতীয় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। সরকারি নির্দেশিকাকে অনুসরণ করে মুখে মাস্ক লাগিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে, নিজের পরিবারকে তথা গোটা সমাজকে ভাইরাসমুক্ত রাখতে উদ্যোগী হতে হবে সকল শ্রেণির মানুষকে।''