রাহুল আলম, ময়নাগুড়িঃ
করোনার দাপট অব্যাহত রাজ্যে এর মাঝেই আঘাত হেনেছে আম্ফান সাইক্লোন। সাইক্লোনের জেরে বিধ্বস্ত রাজ্যের বহু এলাকা। ব্যাহত জনজীবন। দুটি ভিন্নধর্মী যুদ্ধে এখন বাংলা।
আমফান ঝড়ে বিপর্যস্ত বাংলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ব্যাক্তিগত উদ্যোগে এক লক্ষ টাকার চেক দিলেন ময়নাগুড়ির বিশিষ্ট তৃনমূল নেতা মনোজ রায়। শুক্রবার শিলিগুড়িতে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের হাতে এক লক্ষ টাকার চেক তুলেদেন মনোজ বাবু। মনোজবাবুর নিজস্ব জীবন বিমার টাকা মেয়াদ ম্যাচুরিটি হবার পর এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দিলেন তিনি।
পাশাপাশি ত্রিশ হাজার টাকা ময়নাগুড়ি ব্লকে কোভিড-১৯ মোকাবিলায় আসা চিকিৎসক ও নার্সদের থাকার জন্য এক মাসের হোটেল ভাড়া বাবদ ত্রিশ হাজার টাকা হোটেল মালিকের হাতে তুলে দেন মনোজ বাবু।
মনোজ রায়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী বলেন, মনোজ রায়ের এই উদ্যোগে অনুপ্রানিত হয়ে আরো অনেক মানুষ এগিয়ে আসবেন।।
Social Plugin