Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে সরকারের উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী


করোনা পরিস্থিতিতে আজ রবিবার মাতৃ দিবসে মায়েদের সম্মান জানানোর সাথে সাথে তাঁর সরকারের উদ্যোগের কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একটি টুইটে লেখেন, মাকে মা, আম্মা, মাদার অনেক নামেই ডাকা হয়। তাঁর সরকার মায়েদের সম্মান দিতে তৈরি করেছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। মা ফ্লাইওভারও তাঁদের প্রতি সম্মান জানানো জন্য। টুইটে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের দলের স্লোগানের প্রথম শব্দদুটি হল মা। ( মা মাটি মানুষ)। 
অপর একটি টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের নিয়ে সরকারের নেওয়া উদ্যোগ গুলো তুলে ধরেন। সেখানে তিনি বলেছেন, মাদার অ্যান্ড টাইল্ড হাব, মাতৃযান সার্ভিস, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড, মহিলা কর্মীদের কথা ভেবে মাতৃত্বকালীন ছুটি ৭৩১ দিন করার কথাও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান শুধু মাতৃ দিবসেই নয় সকল বিশেষ দিবসেই মায়েদের সম্মান জানান তিনি।সাহিত্যিক, কবি, কিংবা চলচ্চিত্র অভিনেতার জন্মদিন কিংবা বিশ্বের কোনও বিশেষ দিনে তিনি শুভেচ্ছা জানিয়ে থাকেন।

Ad Code