সারা ভারত জুড়ে করোনা সংক্রমণ রুখতে লক ডাউন জারি হয়। লক ডাউনের চতুর্থ দফা আগামী ৩১শে মে শেষ হতে চলেছে। এর মাঝেই গুঞ্জন উঠেছে লক ডাউন ৫.০ কি আসছে? নাকি লক ডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার। যদিও, কেন্দ্রের তরফে এখনও এনিয়ে খোলসা করে কোনও কিছুই বলা হয়নি।
Social Plugin