সারা ভারত জুড়ে করোনা সংক্রমণ রুখতে লক ডাউন জারি হয়। লক ডাউনের চতুর্থ দফা আগামী ৩১শে মে শেষ হতে চলেছে। এর মাঝেই গুঞ্জন উঠেছে লক ডাউন ৫.০ কি আসছে? নাকি লক ডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র সরকার। যদিও, কেন্দ্রের তরফে এখনও এনিয়ে খোলসা করে কোনও কিছুই বলা হয়নি। 

এদিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকল মুখ্যমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেন। সূত্রের খবর, লক ডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়েই সব মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে তাঁর। লক ডাউন নিয়েই রাজ্যের মতামত শুনতেই এদিন মুখ্যমন্ত্রীদের সাথে যোগাযোগ করেন তিনি।