করোনার জেরে লকডাউন জারি হয়েছে দেশজুড়ে। কিছু জায়গায় কড়াকড়ি কমলেও স্কুল-কলেজ খোলার ব্যাপারে এখনই ঝুঁকি নিতে চাইছে না শিক্ষাদপ্তর। তাই প্রথম থেকে অষ্টম শ্ৰেণীর পরীক্ষার্থীদের বিনা পরীক্ষায় পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার ঘোষণা করা হয়েছে। অনলাইনে ক্লাস চলছে নবম থেকে দ্বাদশ শ্ৰেণীর। এরই মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন।
ইতিমধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কিছু পরীক্ষা বাকি থাকা সত্বেও দ্বাদশ শ্রেণিতে প্রোমোট করা হয়েছে।
এদিন নির্দেশিকায় প্রতিটি বিদ্যালয়ের প্রধানকে একাদশ শ্রেণির যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে তার নাম্বার আগামী ২২ জুনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
Social Plugin