কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) করোনা ভাইরাসের জেরে জারি হওয়া লকডাউনকে সামনে রেখে নতুন সিদ্ধান্ত নিল। নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা এবছর পরীক্ষায় ফেল করেছে তাদের পুনরায় একবার সুযোগ দেওয়া হবে।

বৃহস্পতিবার CBSE এর নিয়ামক প্রধান সন্যাম ভরদ্বাজ বলেছেন,"স্কুলগুলি নবম ও একাদশ শ্রেণীর অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য পুনরায় অনলাইন বা অফলাইন পরীক্ষার ব্যবস্থা করতে পারে। করোনা মহামারির জন্য এই সমস্ত পরীক্ষার্থীদের জন্য এই সুযোগ শুধুমাত্র এই বছরেই মিলবে।" তিনি আরও বলেন,"বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাচ্চারা ঘরবন্দী হয়ে আছে, তাদের স্কুল বন্ধ। তারা মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে আছে। অভিভাবকরা তাদের আর্থিক দিক ও পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। এই কঠিন সময়ে যেসমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তারা হয়তো আরও বেশী চাপে আছে। এই অবস্থায় আমরা তাদের এই মানসিক আহ্বানটি দূর করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।"