রবিবার রাতে নতুন দিল্লীর AIIMS হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাঁর বুকে হঠাত্‍ ব্যাথা শুরু হয়। সেই সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গও রয়েছে বলে জানা গেছে। তখনই তাঁকে AIIMS-এ নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
৮৭ বছর বয়সী কংগ্রেসের প্রবীন এই নেতাকে কার্ডিও থোরাসিক ওয়ার্ডে রাখা হয়েছে বলে সূত্রের খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির AIIMS -এর কার্ডিওলজির অধ্যাপক ডা: নীতীশ নায়েকের তত্ত্বাবধানে রয়েছেন। এছাড়াও, পর্যবেক্ষণের জন্য একটি দলও রয়েছে। 

প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, উদ্বেগের কিছু নেই এবং এই মুহূর্তের জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডঃ মনমোহন সিং কংগ্রেসের একজন প্রবীণ নেতা এবং বর্তমানে সংসদের উচ্চ সভায় রাজস্থানের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন।

২০০৯ সালে ডঃ সিং এইমস-এ সফল করোনারি বাইপাস সার্জারি করেছিলেন।