Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য বিতরণ


একদিকে করোনার জেরে দুমাস ধরে চলছে লক ডাউন। লক ডাউনের জেরে কর্মহীন মানুষ। এর মাঝেই বাংলায় চলছে সাইক্লোন আম্ফানের তাণ্ডব। বিধ্বস্ত বহু এলাকা। ভেঙ্গেছে গাছপালা। জানা গেছে আম্ফানের বলি ৭২ জন। 

ঝড় বৃষ্টি মাথায় রেখে ডোমকল সাব ডিভিশন রানীনগর টু ব্লক বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতির উদ্যোগে নিলাম পাড়ায় এদিন খাদ্য বিতরণ করা হল। পাশাপাশি, সমস্ত বিষয়ে খোঁজখবর নিচ্ছেন দুঃস্থ গরিব মানুষদের পাশে এভাবেই দাঁড়ালেন সমিতির কর্ণধর। 

প্রায় একশত পরিবারের হাতে খাদ্য তুলে দেয় এই সংস্থা। সমিতির কর্ণধার সমিতির কর্ণধর, তৈমুর বিন কাসিম খান নিজেই উপস্থিত থেকে এই কর্মসূচী চালিয়ে যান এদিন। ঝড়, বৃষ্টি উপেক্ষা করে সাধারন মানুষের পাশে থাকার জন্য এলাকার মানুষ ব্যাপক খুশি। 

Ad Code