অন্বেষিকা দাস:পুন্ডিবাড়ী: অর্পন মানেই দান।বিপদে দান করাই আমাদের কর্তব্য।কোচবিহার ,জলপাইগুড়ি সহ চোদ্দজন চিত্রশিল্পীরা মিলে 'অর্পন' নামে একটি কর্মসূচী গঠন করেছে।তারা নিজেদের মত করে ছবি আঁকছে এবং ছবিগুলো 200 টাকা মূল্যে বিক্রি করছে শুধুমাত্র দুঃস্থ মানুষদের মুখে দু-মুঠো খাওয়ার তুলে দেবার জন্য।

বর্তমানে করোনা এবং আম্ফানের দাপটে যে খাদ্যসংকট,অর্থাভাব দেখা গিয়েছে তার ফলে বহু মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে।তাদের কথা চিন্তা করেই চিত্রশিল্পীরা এই উদ্দ্যোগ নিয়েছে।ইতিমধ্যে তারা কোচবিহারে মাতৃমার সামনে এবং রেলবস্তিতে প্রায় চারশো লোকের খাওয়ার ব্যবস্থা করেছিল।আজকে তারা কোচবিহার শহরে বাইক চালিয়ে কিছু ফুটপাতে আশ্রয়কারী এবং রিক্সাচালককে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

চিত্রশিল্পী গুপী সাহা জানিয়েছেন পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন এই উদ্দ্যোগ চলবে।শুধুমাত্র আমাদের শ্রম আর যেসব শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে আছে অর্থাৎ শ্রমের মূল্য দিয়ে আমাদের আঁকা ছবিগুলো কিনছে তাদের টাকা দিয়েই আমরা কাজটি সুষ্ঠভাবে সম্পন্ন করতে চাই।