Latest News

6/recent/ticker-posts

Ad Code

পবিত্র ঈদে মানবিক কাজ করল আলো ওয়েলফেয়ার সোসাইটি


রামগঞ্জ , ২৫ মে :  আজ পবিত্র ঈদের দিনে রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটি ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালো রামগঞ্জ হাসপাতালের ডাক্তার , নার্স, সাফাইকর্মী ও রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিসকর্মীদের। সঙ্গে এই কঠিন সময়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেশ রক্ষায় কাজে ব্যস্ত যোদ্ধাদের সুরক্ষার জন্য N95 মাস্ক দেওয়া হয়।

রামগঞ্জ হাসপাতালে যে সকল রোগী ভর্তি আছেন এবং হাসপাতালের কর্মীদের টিফিন দেওয়া হয়। এই সামাজিক কাজে উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম, সদস্য খইবুল আলম, মহ: আজাদ , গুড্ডু খান, জাভেদ নূরী  রাজীব নূরী, শেখ সাব্বির আলম, ওয়াহিদ আলম। সোসাইটির সম্পাদক সিদ্দিক আলম বলেন, 'এই কঠিন সময়ে যারা আমাদের সুরক্ষার জন্য রাত দিন পরিশ্রম করছে তাদের সম্মান জানানোর জন্য আজকের আমাদের এই কর্মকান্ড।' তিনি সকল মানুষকে সচেতন হতে বলেন এবং বাড়ি থাকার ও সরকারের সব নির্দেশাবলী মানতে বলেন।

Ad Code