মহারাষ্ট্রের পর এবার আরও এক মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার পাঠা গ্রামে এই দুর্ঘটনায় ৫জন প্রাণ হারান এবংআহত হয়েছেন আরও অন্তত ১১ জন পরিযায়ী শ্রমিক।
শনিবার রাতে হায়দ্রাবাদ থেকে একটি আম ভর্তি ট্রাকে বাড়ি ফিরছিলেন ১৬জন পরিযায়ী শ্রমিক। নরসিংহপুরে ওই ট্রাকটি উল্টে যায় ও ঘটনাস্থলেই ৫জন প্রাণ হারান এবং ১১জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় বলেই সূত্রের খবর। পরে, আশঙ্কাজনক ২ জনকে জব্বলপুরের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় হাসপাতালের চিকিত্‍সক অনিতা আগরওয়াল জানিয়েছেন, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা স্থিতিশীল। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজনের মাথায় চোট লেগেছে, একজনের পাঁজর ভেঙে গিয়েছে। এই দু'জনকে জব্বলপুরে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন তিনদিন ধরে জ্বর, সর্দিকাশিতে ভুগছেন। তাই মৃতদের-সহ প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে।