করোনা সংক্রমণের জেরে সারা দেশে লকডাউন চলছে মার্চে থেকেই। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো আপাতত ১৭ই মে পর্যন্ত জারি রইয়েছে লক ডাউন। রাষ্ট্রপুঞ্জের মত সেই সময় থেকে আগামী ৯ মাসের মধ্যে ভারতে রেকর্ড সংখ্যক সন্তানের জন্ম হবে। তাঁদের মতে, সন্তান সম্ভবা অন্তত ২ কোটি মা।
বুধবার রাষ্ট্রপুঞ্জের শাখা ইউনিসেফ এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। করোনার জেরে চিকিত্সা ব্যবস্থা আগের মতো নেই। সংক্রমণ সংক্রান্ত জরুরিকালীন পরিষেবাই প্রাধান্য পাচ্ছে হাসপাতালগুলিতে। সেক্ষেত্রে অন্তঃসত্ত্বা মা ও গর্ভের সন্তান প্রয়োজনীয় পরিষেবা নাও পেতে পারেন, উদ্বেগ ইউনিসেফের।
একটি বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, সারা পৃথিবী জুড়ে মার্চ থেকে ডিসেম্বরের ৪০ সপ্তাহে জন্ম নিতে চলেছে ১১ কোটি ১৬ লক্ষ সন্তান। এর মধ্যে সবচেয়ে বেশি সন্তানের জন্ম দেবেন ভারতীয় মায়েরাই।
ইউনিসেফ মনে করছে, ভারতে সেই সংখ্যাটা ২ কোটি ছাড়াবে। এর পরেই রয়েছে চিন। ইউনিসেফ জানাচ্ছে ,আর গোটা বছরে ভারতে অন্তত ২ কোটি ৪০ লক্ষ সন্তান জন্মাবে।
ইউনিসেফের একজিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েট্টা ফোরের কথায়, "কোটি কোটি মহিলা বিশ্বজুড়ে গর্ভবতী। এখন থেকেই তাদের প্রস্তুতি নেওয়া উচিত। কারণ বহু হাসপাতালেই এখন হয় সংক্রমণের ভয়, নয়তো জরুরি পরিষেবা বন্ধ।"
Social Plugin