Latest News

6/recent/ticker-posts

Ad Code

ZOOM কে টেক্কা দিতে আসছে WhatsApp এর নতুন ফিচার


ZOOM কে টেক্কা দিতে আসছে WhatsApp এর নতুন ফিচার

মেসেঞ্জার অ্যাপ হিসেবে WhatsApp এর জনপ্রিয়তা তুঙ্গে। লকডাউনে অফিসিয়াল কনফারেন্স হোক বা প্রিয়জনদের সাথে যোগাযোগ- ভিডিও কলিং এর ব্যবহার বেড়েছে একলাফে। কিন্তু এই ভিডিও কলিং এই WhatsApp কে কয়েক কদম পেছনে ফেলে দিয়েছে ZOOM, Google Duo এর মত একাধিক অ্যাপ। কারণ WhatsApp এ যেখানে সর্বোচ্চ চারজন মিলে ভিডিও কল করা যায় সেখানে ZOOM, Google Duo এর মাধ্যমে একসঙ্গে অনেকের সাথে ভিডিও কলে যোগাযোগ করা যায়। কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ZOOM এর ব্যবহার নিয়ে সতর্ক করা হয়েছে। আর তাই মুশকিল আসনে এবার WhatsApp আসরে নেমেছে।

এবার WhatsApp এর ভিডিও কলে একসঙ্গে যোগ দিতে পারবে ৪ জনের বেশি গ্রাহক। সম্প্রতি সংস্থার এক মুখপাত্র জানিয়েছে খুব শীঘ্রই WhatsApp এর অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.20.128 এবং ভার্সন 2.20.129 এ আসতে চলেছে এই নতুন ফিচার।যদিও গ্রাহক সংখ্যা চারজন থেকে বেড়ে সর্বোচ্চ কতজন হবে তা জানা যায়নি। এই দুই ভার্সনে নতুন ফিচার আসলেই WhatsApp আপডেট করলেই এর সুবিধা Nইতে পারবে গ্রাহকরা।

Ad Code