করোনাভাইরাস এর জেরে লকডাউন চলছে সমগ্র দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও। এই লকডাউন যেমন করোনা থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ উপায় তেমনি লকডাউনের জেরে আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে সমগ্র বিশ্বকেই। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে উত্তরের তরমুজ চাষিরা। ফলন ভালো হয়েও মুখে হাসি নেই তাদের। এমনি দৃশ্য উঠে এলো সিতাই আদাবাড়িঘাটের তরমুজ চাষিদের মধ্যে থেকে।
একই অবস্থা তুফানগঞ্জ 2 নং ব্লকের মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রায়ডাক নদীর বালুচরের তরমুজ চাষিদের। বিঘা কে বিঘা জুড়ে তরমুজ চাষ করেছেন তরমুজ চাষিরা। অথচ আসাম সীমান্ত দিয়ে গাড়ি আসছে না-বিক্রিও করতে পারছেন না তেমন। এর উপর আবার দুই-দিন থেকে চলছে শিলা বৃষ্টি।
জানাগেছে স্থানীয় বাজার গুলোতে সামান্য বিক্রি হচ্ছে। আবার কোথাও কোথাও চাষিরা ভ্যানে করেও তরমুজ বিক্রি করতে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন।
বিস্তারিত ভিডিওতে-
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin