সুরশ্রী রায় চৌধুরীঃ
কথায় আছে বাঙালীর বারো মাসে তেরো পার্বন। সারা বছর এই তেরো পার্বন কে ঘিরে চলে নানা উৎসব মেলা। যার সঙ্গে জড়িয়ে থাকে কিছু মানুষের রুজি রোজকার। এই পার্বণের মধ্যে অন্যতম নীল পূজা বা নীল ষষ্টি। যা শিব দূর্গার বিবাহ নামে পরিচিত। চৈত্র সংক্রান্তির চরক পুজোর আগের দিন অনুষ্টিত হয় এই পূজো। নীল বা নীলকন্ঠ মহাদেবের অপর নাম।
সেই নীল বা শিবের সাথে নিলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহীনি অনুসারে দক্ষযজ্ঞ এ দেহ ত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যা রুপে আবির্ভূত হন। বিবাহ যোগ্য হলে রাজা তাকে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে লীলাবতী শিব কে মোহিত করেন। নীল পূজা শিব ও নিলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক।
এই পুজো তে মানুষ শিব দুর্গার সং সেজে অষ্টক গান গেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা সংগ্রহ করে। এই গানকে নীল গান ও বলে। নীলব্রত সন্তান দের মঙ্গলঅর্থের জন্য করা হয়। নীল পূজোর আগের দিন অধিবাস রাত্রে সমস্ত দেবতার পূজো হয় ও বিয়ের আমন্ত্রণ জানানো হয়। এই পুজোয় শিবের চ্যালা বা ভূত পেত কে সোল মাছের ঝোল ভোগ দেওয়া হয়।
নীল ষষ্টি কে ঘিরে চলে নানান অনুষ্ঠান, মেলা, যাত্রা। গাজন সন্ন্যাসী রা এই সময়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে দিন অতিবাহিত করে। শহর থেকে গ্রাম বাংলায় বহু মানুষ এই উৎসবকে কেন্দ্র করে নিজেদের জীবন অতিবাহিত করার চেষ্টা করে।
আজ লক ডাউন এর জন্য সবাই গৃহবন্দী। তাই টান পড়েছে আনন্দে। মানুষ কাজ হারাচ্ছে। শুধু অপেক্ষা কবে স্বাভাবিক হবে সব কিছু।
Social Plugin